Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

জমি বিরোধের জেরে ভাইয়ের ওপর আটবার ট্রাক্টর চালিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

জমি বিরোধের জেরে ভাইয়ের ওপর আটবার ট্রাক্টর চালিয়ে হত্যা

ভারতের রাজস্থানে জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি ভাইয়ের ওপর ট্রাক্টর উঠিয়ে দিয়ে নির্মমভাবে পিষ্ট করে হত্যা করেছে। অভিযুক্ত দামোদর তার ভাই নিরপাতের ওপর আটবার ট্রাক্টর চালিয়েছে। রাজস্থানের ভরতপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাহাদুর সিং এবং আতর সিংয়ের পরিবারের মধ্যে ভরতপুরে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ সকালে বাহাদুর সিংয়ের পরিবার একটি ট্রাক্টর নিয়ে বিবদমান ওই জমিতে যায়। কিছুক্ষণ পর সেখানে অথর সিংয়ের পরিবারও আসে। 

এরপরই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা ও পাথর দিয়ে একে অপরের ওপর হামলা শুরু করে। গ্রামবাসীদের দাবি, তাঁরা গুলির শব্দও শুনেছেন। 

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় আতর সিংয়ের ছেলে নিরপাত মাটিতে পড়ে যায় তখন তাঁর ভাই মৃত্যুর আগ পর্যন্ত তাঁর ওপর আটবার ট্র্যাক্টর চালায়। পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলেও কর্ণপাত করেনি দামোদর। এতে ঘটনাস্থলেই সে ভাইকে নির্মমভাবে হত্যা করে। তবে দামোদর এবং নিরপাত সম্পর্কে কেমন ভাই তা প্রতিবেদনে স্পষ্ট করেনি এনডিটিভি। 

দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দামোদরসহ চারজনকে আটক করেছে। 

খবরে আরও বলা হয়েছে, পাঁচ দিন আগে দুই পরিবারের সংঘর্ষে বাহাদুর সিং এবং তার ছোট ভাই জনক আহত হন। এ ঘটনায় বাহাদুর সিংয়ের পরিবার অতর সিংয়ের পরিবারের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অতরের ছেলে নিরপাতকেও আসামি করা হয়। 

নৃশংস এই ঘটনায় রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেসকে দোষারোপ করেছে বিজেপি। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির সম্বিত পাত্র বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে স্পষ্ট করে বলতে হবে যে ভরতপুর পরিদর্শনে যাওয়ার মেরুদণ্ড এবং পিত্ত আছে তাঁর। যেখানে এই নৃশংস ঘটনাটি ঘটেছে, যে ঘটনার ভিডিও সারা দেশে এবং দেশের বাইরে ভাইরাল হয়েছে তা হৃদয়বিদারক। এটি প্রিয়াঙ্কা ভাদ্রার কাছে আমার আহ্বান।’

গঙ্গার পচা-নোংরা জলে কে স্নান করবে, প্রশ্ন রাজ ঠাকরের

রাশিয়ার টি-৭২ ট্যাংকের ইঞ্জিন কিনছে ভারত, ব্যয় ২১০০ কোটি রুপি

বাংলাদেশি পর্যটক ছাড়া প্রথম রমজান কলকাতার মিনি বাংলায়, বিক্রি নেমেছে অর্ধেকে

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত, বাংলাদেশও ব্যতিক্রম নয়: রাজনাথ সিং

ভারতে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারীসহ ২ জন

উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়াতে বাংলাদেশে ট্রানজিট চায় মেঘালয় সরকার

ছাদ থেকে লাফিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার ‘আত্মহত্যা’

ভারতে হোয়াটসঅ্যাপে আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, নির্বিকার মেটা

উলফা নেতা পরেশ বড়ুয়া এখন চীনে: ভারতীয় গণমাধ্যমের খবর