ভারতের তামিলনাড়ুতে এক মন্ত্রীর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। পরিবারের ভয়ে বিয়ের পর আবার বেঙ্গালুরু পুলিশেরও সহায়তা চেয়েছেন ওই দম্পতি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর এক মন্ত্রীর নববিবাহিতা কন্যা এক ব্যবসায়ীর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে পরিবারের ভয়ে বেঙ্গালুরু পুলিশে সুরক্ষা চেয়েছেন।
তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও দাতব্য অর্পিত সম্পত্তি বিষয়কমন্ত্রী পি কে সেকার বাবুর মেয়ে জয়কল্যাণী পেশায় একজন ডাক্তার। বিয়ের পর জয়কল্যাণী তাঁদের নিরাপত্তা নিশ্চিতে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার কমল পান্তের কাছে আবেদন করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়কল্যাণী জানিয়েছেন, তিনি ও সতীশ কুমার বিগত ছয় বছর প্রেম করার পর সম্প্রতি বিয়ে করেছেন।
তাঁর পরিবার তাঁর ও তাঁর স্বামীর জন্য হুমকি ছিল বলেই তিনি পুলিশি সুরক্ষা চেয়েছিলেন বলে জানান তিনি।
এই দম্পতির বিয়েতে সহায়তাকারীদের মতে, হিন্দু রীতি অনুসারেই কর্ণাটকের রাইচুর জেলার হালাস্বামী মঠে জয়কল্যাণী ও সতীশের বিয়ে হয়।
এর আগে, জয়কল্যাণীর বাবার মন্ত্রী সেকার বাবু তাঁর মেয়ে নিখোঁজ মর্মে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয় মন্ত্রী সন্দেহ করছেন, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে।