Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত

ভারতের কেরালায় এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কেরালায় প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী। ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কেরালায় এসেছেন। তিনি কেরালার থিরুবান্থাপুরম বিমানবন্দরে গত ১২ জুলাই এসে পৌঁছান। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল। 

বীণা জর্জ জানান, ‘ভয়ের কিছু নেই। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রোগীর অবস্থাও স্থিতিশীল। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওই ব্যক্তির মা-বাবা, ট্যাক্সি চালক, অটোচালক এবং ফ্লাইটে তাঁর ১১ জন সহযাত্রী। 

এর আগে সংবাদমাধ্যমকে বীণা জর্জ জানিয়েছিলেন, মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছ থেকে নেওয়া নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। একই সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যকে আগাম সতর্কতা নেওয়া আহ্বান জানানো হয়। 

মাঙ্কিপক্স মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগ ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সব অঞ্চলে থাকলেও দক্ষিণ আফ্রিকার বাইরে এর বিস্তার বেশ অল্পই হয়েছে বলতে হবে। গত মে মাসেই সতর্কতা হিসেবে কিছু নির্দেশিকা ভারতে জারি করা হয়েছিল।

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে, খবর তৈরির প্রয়োজন নেই: মোদি

বাংলাদেশ ইস্যুতে ভারতে কোনো মামলা করেনি সংগঠন, ইসকনের বিবৃতি