হোম > বিশ্ব > ভারত

নুডলসের প্যাকেটে কোটি টাকার হীরা পাচার, মুম্বাই বিমানবন্দরে যাত্রী আটক

অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাই বিমানবন্দরে নুডলসের প্যাকেটে মিলেছে কয়েক কোটি টাকার হীরা। গতকাল সোমবার রাতে মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার পথে এক ভারতীয় পর্যটকের স্যুটকেসের ভেতরে নুডলসের প্যাকেটের মধ্যে থেকে উদ্ধার কার হয় বিপুল অঙ্কের সোনা এবং হীরা। উদ্ধারকৃত হীরা ও স্বর্ণের মোট বাজারমূল্য ৬ কোটি ৪৬ লাখ ভারতীয় রুপি। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

মুম্বাইয়ের শুল্ক দপ্তরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে একটি যাত্রীর ব্যাগ থেকে ৪ কোটি ৪৪ লাখ রুপি মূল্যের ৬ দশমিক ৮ কেজি সোনা ও ২ কোটি ২০ লাখ রুপির হীরা উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ওই যাত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কর্মকর্তারা। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 

অন্যদিকে কলম্বো থেকে মুম্বাইগামী এক বিদেশি নাগরিকের অন্তর্বাসের মধ্য থেকে ৩২১ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এ ছাড়াও ১৫-১৮ এপ্রিল পর্যন্ত দুবাই, আবু ধাবি, বাহরাইন, দোহা, রিয়াদ, মাসকাট, ব্যাংকক এবং সিঙ্গাপুর থেকে আসা ১০ ভারতীয় নাগরিকের কাছ থেকে ৬ কেজি ১৯৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪০ লাখ রুপি। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ফলে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ সোনা এবং হীরা কোথায় পাচার করছিল অভিযুক্তরা? ইতিমধ্যেই এই পাচারকাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন