ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবাঙালি প্রার্থী দিয়েছে বিজেপি। ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার বিরুদ্ধে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। গত বিধানসভা নির্বাচনে কলকাতারই এন্টালি কেন্দ্র থেকে ৫৮ হাজার ভোটে পরাস্ত প্রিয়াঙ্কাকে মমতার বিরুদ্ধে প্রার্থী করা নিয়ে বিজেপির ভেতরেই নানামুখী আলোচনা শুরু হয়েছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। একই সঙ্গে ওই দিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রেও ভোট। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। যার ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী সুজিত দাস।
উল্লেখ্য, জয়ের বিষয়ে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিমকে সঙ্গে নিয়ে গিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তৃণমূলের দাবি, জয় হবে বিপুল ব্যবধানে। সেই সঙ্গে গোটা দেশেই ২০২৪ সালের আগে ভবানীপুর মোদী বিরোধী আন্দোলনকে নতুন বার্তা দেবে।