Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় দুই মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ
গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স

গত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

লেবাননে এক বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করলে সংঘর্ষ যুদ্ধে রূপ নেয়।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সংবাদ সম্মেলনে বলেন, ‘লেবাননে গত দুই মাসেরও কম সময়ে ২০০ জন শিশু নিহত হয়েছে। অথচ যাদের হাতে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা, তাঁরা নিষ্ক্রিয় হয়ে আছে। লেবানন এখন শিশুদের জন্য একটি ভয়াবহ স্থানে পরিণত হয়েছে।’

তবে লেবাননের হত্যাকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তা আপনাদের সবার জানা।’

জেমস এলডার জানান, লেবানন ও গাজায় চলমান সংঘর্ষের মধ্যে গা শিউরানো মিল খুঁজে পাওয়া যায়। কারণ, ইসরায়েল-হামাস সংঘর্ষে গত ১৩ মাসে ৪৩ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যেও অনেক শিশু আছে।

যুদ্ধ বিধ্বস্ত এসব শিশুদের মাঝে মনোসামাজিক সাহায্যের পাশাপাশি চিকিৎসাসেবা, খাবার ও ঘুমের সরবরাহ করছে ইউনিসেফ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি