হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঈদুল আজহার চাঁদ দেখার আহ্বান সৌদি আরব সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক

মাত্র কয়েক দিন পরেই মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে। এরই মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। হিজরি সনের হিসাব অনুসারে সৌদি আরবে আজ বৃহস্পতিবার হিজরি বছরের একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন। সেই হিসাবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এই লক্ষ্যে সৌদি আরবের মুসলিমদের আজ জিলহজ মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই অনুরোধ জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, যে বা যাঁরা যেখানেই খালি চোখে বা দুরবিন দিয়ে যেভাবেই হোক জিলহজ মাসের চাঁদ দেখতে পান, তাঁরা যেন অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। অথবা আদালতে জানাতে অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। যাঁরা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন। 

এর আগে গত ১০ এপ্রিল বুধবার এই দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় আরব বিশ্বের দেশগুলোতে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। ফলে এবার বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে সৌদি আরবের এক দিন পরে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

সেকশন