হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লিবিয়ায় খোয়া যাওয়া ইউরেনিয়ামের সন্ধান মিলেছে

লিবিয়ায় খোয়া যাওয়া প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলের সশস্ত্র বাহিনী এসব ইউরেনিয়াম খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। গত বুধবার (১৫ মার্চ) লিবিয়ার একটি পরমাণুকেন্দ্র থেকে প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গেছে বলে জানিয়েছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চাদ সীমান্তের কাছে আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম ভর্তি ১০টি ড্রাম পাওয়া গেছে। ইউরেনিয়াম খুঁজে পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন লিবিয়ার সশস্ত্র বাহিনীর মিডিয়া বিভাগের প্রধান। যেখানে খুঁজে পাওয়া গেছে, ওই অঞ্চল সরকারনিয়ন্ত্রিত ছিল না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

এদিকে ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার সত্যতা যাচাইয়ে কাজ করার কথা জানিয়েছে আইএইএ। এর আগে গত মঙ্গলবার আইএইএর পরিদর্শকেরা লিবিয়ার একটি পরমাণুকেন্দ্র পরিদর্শনের পর প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে যাওয়ার বিষয়টি নজরে পড়ে। গত বছরই এই স্থান পরিদর্শনের পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করতে হয়েছিল। তবে লিবিয়ার কোন পরমাণুকেন্দ্র থেকে ইউরেনিয়াম হারিয়ে গেছে, তার নাম উল্লেখ করেননি পরিদর্শকেরা। 

২০০৩ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করেন। তখন লিবিয়া সেন্ট্রিফিউজ সংগ্রহ করেছিল, যেগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ করার পাশাপাশি একটি পারমাণবিক বোমার নকশার তথ্যও দিতে পারত। তবে বোমা তৈরির ক্ষেত্রে লিবিয়া খুব একটা সফল হতে পারেনি। 

২০১১ সালে ন্যাটোর সমর্থনে গণ-অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ২০১৪ সাল থেকে দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ পূর্ব ও পশ্চিমের বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্ত হয়ে আছে। ২০২০ সালে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে বড় সংঘাত শেষ হয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন