হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মদিনায় হজযাত্রীদের স্বাগত জানাবেন বহুভাষী সৌদি নারীরা

এবারের হজ মৌসুমে একটি নতুন ব্যবস্থা সংযোজন করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় মদিনায় অবস্থিত প্রিন্স মোহম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজযাত্রীদের স্বাগত জানাবেন দেশটির নারীরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের ও ভাষাভাষী তীর্থযাত্রীদের স্বাগত জানাতে বেশ কয়েকটি ভাষা ব্যবহারে দক্ষ করে তোলা হয়েছে এসব নারীকে। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে সৌদি নারীদের প্রশিক্ষণ নেওয়ার একটি ভিডিও ক্লিপ দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিও ক্লিপে দেখা গেছে—বিমানবন্দরের ভেতরে কয়েক সৌদি নারী ইংরেজি, ফরাসি, তুর্কি এবং ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন ভাষায় স্বাগত জানানোর উক্তিগুলো ব্যবহারের অনুশীলন করছেন। 

আরও দেখা যায়, বিমানবন্দরে প্রশিক্ষিত নারীদের উপস্থিতিকে খুবই ইতিবাচক বিষয় হিসেবে প্রশংসা করেছেন মদিনার আমির সালমান বিন সুলতান। সম্প্রতি তিনি হজযাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য কর্তৃপক্ষের প্রস্তুতি দেখতে মদিনার বিমানবন্দর পরিদর্শন করতে গিয়েছিলেন। 

গত ১৪ মে একটি সৌদি সংবাদমাধ্যমের অ্যাক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হলে তা অসংখ্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি দেশটিতে নারীদের গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এবারের হজ মৌসুমের জন্য তীর্থযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি গত ১০ মে সৌদি আরবে প্রবেশ করেছে। হজকে ঘিরে বর্তমানে দেশটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সচল করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক কর্মীকে। আছেন বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীও।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন