হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে বিরল সফরে পুতিন, আলোচনায় থাকবে গাজা

মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।

এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।

আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।

পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।

রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   

সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’

সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’

আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।

ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন