হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত অন্তত ১০০ 

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪০ জন। মধ্য সিরিয়ার হোমস প্রদেশের ওই সামরিক একাডেমিতে গতকাল বৃহস্পতিবার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও একটি মানবাধিকার প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ জানিয়েছেন, ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ নয়, ৮০ জন। তবে তিনি নিশ্চিত করেছেন, এই হামলায় অন্তত ২৪০ জন আগত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসান আল-ঘাবাশ।

সিরিয়ার সরকার নিহতের সংখ্যা ৮০ জন বললেও যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০ জন। সিরিয়ার সরকারপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীও জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, আহতের সংখ্যা ২৪০ নয়, ১২৫ জন।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানের একেবারে শেষ দিকে বিস্ফোরকভর্তি একটি ড্রোন হামলা চালায়। বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই হামলা পরিচালিত হয়েছে। তবে রাষ্ট্রটির নাম উল্লেখ করেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতি থেকে আরও জানা গেছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন