Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আব্রাহাম অ্যাকর্ডস’ সম্মেলন অনুষ্ঠিত হবে ইসরায়েলে

অনলাইন ডেস্ক

‘আব্রাহাম অ্যাকর্ডস’ সম্মেলন অনুষ্ঠিত হবে ইসরায়েলে

‘আব্রাহাম অ্যাকর্ডস’ বা ইব্রাহিম চুক্তিভুক্ত দেশগুলো নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে ইসরায়েল। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ‘ঐতিহাসিক সম্মেলন’ বলে আখ্যা দিয়েছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা আরও তিনটি আরব রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদের আমন্ত্রণে আগামী রোববার এবং সোমবার ইসরায়েলে একটি ‘ঐতিহাসিক কূটনৈতিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীসহ আরও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। 

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে যা ইতিহাসে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। তিন আব্রাহামিক বা ইব্রাহিমি ধর্ম—ইহুদি-খ্রিষ্টান-ইসলাম—ভিত্তিক রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে এই উদ্যোগ বলে এর নামকরণ করা হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। আরব আমিরাত ছাড়াও বাহরাইন ও মরক্কো এই চুক্তি মেনে চলার ঘোষণা দিয়েছে। সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে, যদিও দেশটি এখনো চুক্তিতে সাক্ষর করেনি। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’ কয়েক দশকের আরব ঐকমত্যকে ভেঙে দিয়েছে। এর ফলে ফিলিস্তিন বিষয়ে অমীমাংসিত থাকা বিষয়গুলো ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াবে না চুক্তিভুক্ত দেশগুলো। তবে, আব্রাহাম অ্যাকর্ডসভুক্ত আরব দেশগুলো বলছে—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরোধিতা করলেও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়েছে। 

এ দিকে, জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে—দেশটির শাসক বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমি এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জর্ডানের আকাবায় আমন্ত্রণ জানাবেন। 

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল