অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম সাত মাসে পর্যটকদের আগমনের দিক থেকে সৌদি আরব বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে দখল করেছে। আজ মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৯ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত বা প্রথম সাত মাসের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি।
এ তথ্য গত সেপ্টেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন থেকে নিয়ে প্রকাশ করে ইউএনডব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার।
রিয়াদ ২৭-২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করে, যা বিশ্বব্যাপী পর্যটন খাতে দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, এই অর্জন মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সমর্থন ছাড়া সম্ভব হতো না।
আল-খতিব আরও বলেন, সর্বশেষ এই র্যাঙ্কিং বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হাসেবে সৌদি আরবের মর্যাদাকে শক্তিশালী করেছে। পর্যটক আগমনের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি সৌদি আরবের বৈচিত্র্যময় পর্যটনকেন্দ্রের দিককে প্রতিফলিত করেছে।