হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভয়াবহ ধূলিঝড়ের কবলে ইরাক, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে হাজারেরও বেশি মানুষ

আজকের পত্রিকা ডেস্ক­

ধূলিঝড়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধ। ছবি: আটলান্টিক কাউন্সিল

ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।

ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।

ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।

জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।

এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন