অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ছয় মাসের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার জর্ডানের আকাবা শহরের রেড সি রিসোর্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবৃতিতে দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তারা।
এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরে। আর অন্তত ছয় মাস নতুন কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হবে না।
এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। কারণ চুক্তির দিনও পশ্চিম তীরে হামলা হয়েছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময় এমন চুক্তি লঙ্ঘন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত সপ্তাহেও পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন প্রায় ১০০ মানুষ।