Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজান মাস সামনে রেখে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

অনলাইন ডেস্ক

রমজান মাস সামনে রেখে সহিংসতা বন্ধে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ছয় মাসের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার জর্ডানের আকাবা শহরের রেড সি রিসোর্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবৃতিতে দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তারা।

এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরে। আর অন্তত ছয় মাস নতুন কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হবে না।

আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরেআসন্ন রমজান মাসে সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তাদের ডাকা বৈঠক শেষে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। উভয় পক্ষ আগামী মাসে মিসরের শার্ম এল-শেইখে আবারও আলোচনায় বসবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। কারণ চুক্তির দিনও পশ্চিম তীরে হামলা হয়েছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময় এমন চুক্তি লঙ্ঘন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত সপ্তাহেও পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন প্রায় ১০০ মানুষ।

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান