হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন সৌদিপ্রবাসী রুবেল

বাংলাদেশি প্রবাসী রুবেল বিগ টিকিটের লটারিতে ১ মিলিয়ন দিরহাম বা টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।

স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।

দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।

কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’

রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!

রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।

অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন