হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। করোনা থেকে বাঁচতে বুস্টার ডোজের দিকে আগাচ্ছে অনেক দেশ। এর মধ্যে চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েল বলছে, ওমিক্রনের প্রভাবে যেন করোনার নতুন ঢেউ আছড়ে না পড়ে, সেই লক্ষ্যেই চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি দেশটির কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এর পরই করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানা গেল। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনে কমপক্ষে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে ইসরায়েলে ১৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন