হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র থেকে ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা পাচ্ছে ইসরায়েল 

মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পেতে যাচ্ছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেই বিষয়টি জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ৮৭০ কোটি ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের জন্য ওয়াশিংটনে আলোচনা শেষ করেছেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, এই প্যাকেজের মধ্যে রয়েছে যুদ্ধকালে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য বরাদ্দ করা ৩৫০ কোটি ডলার, যা এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থানান্তরিত হয়েছে এবং আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং একটি উন্নত লেজার সিস্টেমসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাদ্দ করা ৫২০ কোটি ডলার।’ উল্লেখ্য, ইসরায়েলের কাছে বর্তমানে ডেভিডের স্লিং, অ্যারো এবং আয়রন ডোমসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় উল্লিখিত তহবিল ও সামরিক সরঞ্জামগুলো শিগগিরই ইসরায়েলে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। 

বিভিন্ন জরিপে দেখা গেছে, অর্ধেকেরও বেশি মার্কিনি ইসরায়েলে সামরিক সহায়তা সীমিত করা উচিত বলে মত দিয়েছেন। কিন্তু জনমতকে উপেক্ষা করে ওয়াশিংটন তেল আবিবকে উল্লেখযোগ্য সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারই সর্বশেষ প্যাকেজ এই ৮৭০ কোটি ডলারের সহায়তা। 

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত সোমবার ভোর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় সাত শতাধিক লেবানিজ নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি। অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ লাখ।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন