Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৪ মাস পর ইসরায়েলে আবারও রকেট হামলা চালাল হামাস

৪ মাস পর ইসরায়েলে আবারও রকেট হামলা চালাল হামাস

চলমান সংঘাতে বিগত চার মাসের মধ্যে এই প্রথম ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালানোর কথা জানিয়েছেন হামাস যোদ্ধারা। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চল থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীও। তবে বেশির ভাগ রকেট প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 

বাংলাদেশ সময় আজ রোববার সন্ধ্যায় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় তেল আবিবে হামলার বিষয়টি জানায়। বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী গণহত্যার জবাব দিতেই তাদের যোদ্ধারা হামলাটি চালিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলের তেল আবিব অঞ্চলে অন্তত ১৫টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেল আবিবে আঘাত হানা রকেটগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ এলাকা থেকে ছোড়া হয়েছে। গাজার এই অংশেই সম্প্রতি অভিযান শুরু করেছিল ইসরায়েলের সেনাবাহিনী।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, রকেট হামলার সময় তেল আবিব ছাড়াও হার্জলিয়া ও পেতাহ টিকভাসহ ইসরায়েলের আরও কয়েকটি শহরে সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরায়েল টাইমস জানিয়েছে, বেশ কয়েকটি রকেট মাটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম। 

এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গার্ডিয়ানের বিশ্লেষণ: গাজা শান্তিচুক্তি হলেও রয়েছে শঙ্কা

অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক

গাজা ও ইসরায়েলে উল্লাস, আছে শঙ্কাও

জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

১০ বিলিয়ন ডলারের ঋণের সন্ধানে তেলসমৃদ্ধ সৌদি আরব, কিন্তু কেন

গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে, সামনে যা ঘটতে পারে

যুদ্ধবিরতি নিয়ে সন্দিহান, জীবন ও ঘর পুনর্গঠনে দৃঢ়প্রতিজ্ঞ ফিলিস্তিনিরা

জীবিত ২০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনি মুক্তির প্রত্যাশা হামাসের