হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস, আবু উবায়দার হুঁশিয়ারি

রাফাহ ও গাজার অন্য স্থানে ইসরায়েলি দখলদারদের স্থল আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, তার ধরন যা-ই হোক না কেন—শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফিলিস্তিনিরা। এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জ এল-দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। তিনি বলেছেন, ‘দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য আমরা প্রস্তুত।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

হামাস মুখপাত্র বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার সম্পূর্ণ আকাঙ্ক্ষা আমাদের আছে। তা সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা তাদের এমন এক জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি, যেখানে তারা তাদের সেনাদের মৃত্যু এবং তাদের অফিসারদের বন্দী হওয়া ছাড়া আর কিছুই দেখবে না।’

আবু উবায়দা আরও বলেন, ‘আমরা এটা করতে পারব এই জন্য নয় যে আমরা বিশাল বড় শক্তি। আমরা এটা করতে পারব কারণ, আমরা এই ভূমির মানুষ এবং এই ভূমির সত্যিকার মালিক।’

হামাস মুখপাত্র আরও বলেন, ট্যাংক, সেনাদের বাহন এবং বুলডোজারসহ ১০০টিরও বেশি ইসরায়েলি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করেছে আল-কাসাম ব্রিগেড। সে সঙ্গে টানেল উড়িয়ে, রকেট ও মর্টার নিক্ষেপ করে, স্নাইপার রাইফেল ব্যবহার এবং সম্মুখযুদ্ধের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটিয়েছে তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত সপ্তাহে রাফাহে হামলা চালিয়েছে। সেখানে ১৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। আইডিএফ রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনের দিকটিও দখল করেছে। ইসরায়েলের দখলকৃত সেই অংশটি গাজায় বহির্বিশ্বের একমাত্র প্রবেশদ্বার এবং মানবিক সহায়তা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০০ জনের বেশি।

গাজায় সাত মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধে উপত্যকাটির বড় অংশই পুরোপুরি বিধ্বস্ত। খাবার, পানি, জ্বালানি ও ওষুধের ভয়াবহ অভাবে ভুগছে লাখ লাখ মানুষ।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন