হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

সৌদি আরবে এই সপ্তাহের ‘মাহজোজ’ লটারি জিতে নিয়েছেন মো. শামীম নামে এক বাংলাদেশি যুবক। এর ফলে তিনি ১০ লাখ দিরহাম পাবেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা।

আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম শহরে একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করেন শামীম।

আরব আমিরাতভিত্তিক ওই লটারি জয়ের ঘটনাটি শামীমের জন্য খুব বিস্ময়কর ছিল। র‍্যাফল ড্রয়ের নম্বরসহ মাহজোজ লটারি কর্তৃপক্ষ যখন মোবাইল ফোনে নোটিফিকেশন পাঠায়, সেই মুহূর্তটিতে শামীম একা ছিলেন। মেসেজ দেখে তিনি প্রথমে বিশ্বাসই করেননি যে লটারি জিতেছেন।

এ অবস্থায় তিনি তাঁর মাহজোজ অ্যাকাউন্টে লগইন করেন এবং লটারির ড্র-সম্পর্কিত কোনো খবর আছে কি না খুঁজতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিশ্চিত হন যে লটারি জয় করেছেন।

লটারি জয়ের অনুভূতি জানাতে গিয়ে শামীম বলেন, ‘লটারি জয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমি ধাক্কা খেয়েছি এবং বাক্‌রুদ্ধ হয়ে পড়ি।’

শামীম আরও বলেন, ‘মাহজোজ অ্যাকাউন্টে আমি যখন আমার মোট অর্থের পরিমাণ দেখি, তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার টাকার পরিমাণে এতগুলো শূন্য এর আগে কখনো যোগ হয়নি। বিপুল পরিমাণ এই টাকা জয়ের জন্য আমি কৃতজ্ঞ।’

শামীমের ভালোবাসার মানুষেরা সব বাংলাদেশে থাকেন। তাই লটারি জয় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে ফোন করে তাঁদের খবরটি জানান তিনি।

তবে বাংলাদেশের কোন এলাকায় শামীমের বাড়ি গালফ নিউজের খবরে তা জানানো হয়নি।

শামীম জানিয়েছেন, তিনি ক্রিকেট খেলার খুব ভক্ত। টেলিভিশনে এই খেলা দেখেই তিনি অবসর সময় পার করেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন