হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল, হামাসকেও মানার আহ্বান ব্লিঙ্কেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তাই তিনি হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন, গোষ্ঠীটিও যেন এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সময় গতকাল সোমবার বলেছেন, যেসব অনৈক্য ওয়াশিংটন প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবটিকে আটকে রেখেছিল, সেগুলো দূর করতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে ‘সংযোগ প্রস্তাব’ দেওয়া হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেসব প্রস্তাব মেনে নিয়েছেন। এ সময় তিনি হামাসকেও এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

ব্লিঙ্কেন গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ ছাড়া, তিনি ইসরায়েলি অন্যান্য শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করেন। গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্ভবত গাজায় একটি যুদ্ধবিরতির জন্য চুক্তির লক্ষ্যে এই প্রচেষ্টাই সর্বশেষ সুযোগ। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আজ একটি অত্যন্ত গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে, ইসরায়েল (যুক্তরাষ্ট্র প্রস্তাবিত) সেতুবন্ধ প্রস্তাব গ্রহণ করেছে এবং তিনি প্রস্তাবকে সমর্থন করবেন।’ 

এ সময় হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন হামাসের জন্যও একই কাজ করা বাধ্যতামূলক এবং তারপর মধ্যস্থতাকারীদের সহায়তায় পক্ষগুলোসহ মার্কিন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে একত্র হতে হবে এবং তারা কীভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে স্পষ্ট বোঝাপড়ায় পৌঁছানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।’ 

এদিকে, গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় পক্ষগুলোর মধ্যে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছিল। কিন্তু তা কোনো অর্জন ছাড়াই বন্ধ হয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র নতুন করে এই যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা শুরুর জন্য নতুন প্রস্তাব দেওয়ার পর আবারও আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন