Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত

অনলাইন ডেস্ক

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করায় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে ৷ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের খবর পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাংগোসকে বরখাস্ত করার ঘোষণা দেন লিবিয়ার প্রধানমন্ত্রী৷

সেই সঙ্গে ঘটনার তদন্ত করার নির্দেশও দিয়েছেন তিনি ৷ যুক্তরাজ্যর সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাংগোসের সঙ্গে সাক্ষাৎ করেন৷

তবে বরখাস্ত হওয়া নাজলা মাংগোস অবশ্য এই সাক্ষাতের বিষয়ে দাবি করেন, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর অপ্রত্যাশিত ও অনানুষ্ঠানিকভাবে দেখা হয়েছিল৷

ইসরায়েল সরকারের বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সেই সাক্ষাতে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতা এবং লিবিয়ায় হওয়া ছোটখাটো প্রতিবাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ৷

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সাক্ষাতে কোনো বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা বা কোনো চুক্তি হয়নি৷

যদিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই দেশের সম্পর্ক তৈরির সম্ভাবনা নিয়ে আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি৷’

তার দাবি, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তায়ানির সহযোগিতায় সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি ছাড়াও ইসরায়েলের মানবিক সহায়তা এবং পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় ৷ তা ছাড়া লিবিয়ায় ইহুদি সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি৷

এদিকে এ খবরে লিবিয়ায় রোববার সারা রাত ব্যাপক বিক্ষোভ ও মিছিল হয়েছে। কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ত্রিপলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষুব্ধরা পররাষ্ট্রমন্ত্রী নাজাহ আল-মানগোশের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

কিছু বিক্ষোভকারী ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দ্বেইবেহের বাসভবনের সামনে জড়ো হয়ে তাঁরও পদত্যাগের দাবি জানায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় দ্বীবেহ বাসভবনে ছিলেন কি না তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ৷ বেশ কয়েক বছর ধরে চলা সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কারণে আফ্রিকার দেশ লিবিয়ার পররাষ্ট্রনীতি জটিল পরিস্থিতিতে রয়েছে৷

জাতিসংঘের তত্ত্বাবধানে দেশটিতে ২০২১ সালে ন্যাশনাল ইউনিটি সরকার গঠিত হয় ৷ কিন্তু দেশটির পূর্বাঞ্চলীয় পার্লামেন্টে এর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তার আগে তুরস্কের সঙ্গে জাতিসংঘ সমর্থিত এই সরকারের করা চুক্তির বিষয়টিও সেই পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় ৷

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি