হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে হামলায় ৭০ ইসরায়েলি সেনা নিহত, দাবি হিজবুল্লাহর

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে। 

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তবে কত দিনের সময়সীমার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো তথ্য দেয়নি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে। 

হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং সৈন্য বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন