হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাবার অসুস্থতার জন্য সৌদি যুবরাজের জাপান সফর স্থগিত

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের অসুস্থতার কারণে জাপানে চার দিনের সফর স্থগিত করেছেন। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি আজ সোমবার এ কথা জানিয়েছেন।

আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজের জাপান সফর। তবে সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হওয়ায় চার দিনব্যাপী সফরটি স্থগিত করেছেন এমবিএস। ২০১৯ সালের পর এটিই সৌদি যুবরাজের প্রথম জাপান সফর হওয়ার কথা ছিল।

ইয়োশিমাসা হায়াশি আজ টোকিওতে নিয়মিত সংবাদ সম্মেলনে সৌদি যুবরাজের জাপান সফর স্থগিতের কথা জানান। দুই দেশ পরবর্তীতে সফরটি পুনর্নির্ধারণ করবে বলেও জানান তিনি। তবে কবে এই সফরটি হতে পারে তার কোনো ইঙ্গিত দেননি হায়াশি।

জাপানের সরকারের মতে, নির্ধারিত এই সফরে সৌদি ক্রাউন প্রিন্সের জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করার কথা ছিল। জাপানের গণমাধ্যম জানিয়েছে, জাপানি কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করে তরল হাইড্রোজেনের সরবরাহ চেইন শক্তিশালী করার ব্যাপারে এমবিএস একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হয়েছিল।

সৌদি সাম্রাজ্যের বেশির ভাগ বিষয়ই পরিচালনা করেন এমবিএস। তিনিই সামনে সৌদি সিংহাসনের দাবিদার। সৌদি ক্রাউন প্রিন্স ২০২২ সালের শেষের দিকেও জাপান সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সেই সফর বাতিল করা হয়েছিল।

সৌদি আরবের বাদশাহ সালমানের ফুসফুস সংক্রমিত হয়েছে। তিনি জ্বর ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় ভোগার পর হাসপাতালে যান। বাদশাহ সালমানকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে। লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দরনগরী জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে বাদশাহ সালমানকে পরীক্ষা করেন চিকিৎসকেরা।

মেডিকেল টিম সিদ্ধান্ত নিয়েছে যে, সৌদি বাদশাহর সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।

৮৮ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদি সিংহাসনে রয়েছেন। তাঁর ছেলে মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে দেশটির ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত করা হয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন