অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাফাহ থেকে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের সেই পরিকল্পনায় কী আছে বা কীভাবে রাফাহ থেকে প্রায় ১৫ লাখ মানুষকে সরিয়ে সেখানে অভিযান চালানো হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মার্কিন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, তবে ইসরায়েলি পরিকল্পনা রাফাহে অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা পরিবর্তন করতে পারেনি।
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো মনে করে, রাফাহে ইসরায়েলি অভিযান অঞ্চলটিতে কেবল আরও বিপুল পরিমাণ নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণহানিই বাড়াবে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি পরিকল্পনার প্রতিক্রিয়ায় কী জবাব দিয়েছে, তা জানাননি ওই মার্কিন কর্মকর্তা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী একাধিকবার রাফাহে অভিযানের ব্যাপারে নিজের অবস্থান ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিষয়টির বিরোধিতা করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতা এবং মানবাধিকার সংগঠনগুলো বারবার রাফাহে অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করার পর থেকেই অঞ্চলটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল থেকে সরে লোকজন দক্ষিণ গাজার রাফাহে আশ্রয় নেয়। এরই মধ্যে সেখানকার মানবিক পরিস্থিতি মানবেতর হয়ে উঠেছে। জাতিসংঘের অঙ্গসংগঠনগুলো বলছে, গাজায় একধরনের দুর্ভিক্ষ চলছে। ফলে ইসরায়েলের রাফাহ অভিযান কেবল বেসামরিক প্রাণহানিই বাড়াবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অভিযোগ করেছেন, গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে একমাত্র বাধা খোদ হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার অ্যারিজোনায় এই অভিযোগ করেন। গতকাল শুক্রবার ব্লিঙ্কেন বলেন, ‘আমরা অপেক্ষা করছি যে, কার্যত তাঁরা (হামাস) যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে হ্যাঁ-সূচক উত্তর দেয় কি না। এই মুহূর্তে বাস্তবতা হলো, গাজার জনগণ ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বিষয়টিই হলো হামাস।’
ব্লিঙ্কেন যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়ার পেছনে হামাসকে দায়ী করলেও গোষ্ঠীটির শীর্ষ নেতারা মনে করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই যুদ্ধবিরতি আলোচনাকে পথচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে হামাস নেতা হোসসাম বাদরান এএফপিকে বলেন, ‘এর আগের দফার (যুদ্ধবিরতি) আলোচনায়ও নেতানিয়াহু বাধা হিসেবে হাজির ছিলেন...এবং এটা পরিষ্কার যে, এখনো তিনিই বাধা হিসেবে হাজির।’