Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতীয় নিরাপত্তার জন্য হুমকির দায়ে সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

জাতীয় নিরাপত্তার জন্য হুমকির দায়ে সৌদি আরবে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সৌদি নাগরিক হাসান বিন আহমেদ বিন মনসুর আল নাসেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ স্টেশন, নিরাপত্তা পয়েন্ট এবং টহল পুলিশের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

আদালতের শুনানিতে আল নাসেরকে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আজ সোমবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আল নাসেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

নিরপরাধ মানুষকে যারা আক্রমণ করে ও তাদের রক্তপাত ঘটায় এবং তাদের জীবনের অধিকার লঙ্ঘন করে তাদের ব্যাপারে নিরাপত্তা প্রতিষ্ঠা, ন্যায়বিচার অর্জন এবং ইসলামি শরিয়ার বিধান বাস্তবায়নে সৌদি সরকারের আগ্রহের বিষয়টি তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ব্যক্তিস্বাধীনতাসহ আরও নানা বিষয়ে ব্যাপক সংস্কারের মাধ্যমে সৌদি আরব আধুনিকতার দিকে প্রবেশ করলেও দেশটিতে মৃত্যুদণ্ডের হার ঐতিহাসিকভাবে বেড়েছে। বিশেষত, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শূন্য সহনশীলতার পরিচয় দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সৌদি আরবের মৃত্যুদণ্ডের আবেদন বৈষম্য ও অবিচারে ছেয়ে গেছে এবং সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ব্যবহার নিয়ে মিথ্যা বলেছে। ভিন্নমতাবলম্বী ও প্রতিবাদকারীদের নির্মূল করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান