Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, দুই গণমাধ্যমকর্মীসহ এক দিনে নিহত ৬০

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, দুই গণমাধ্যমকর্মীসহ এক দিনে নিহত ৬০
গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ নিয়ে এখনো কোনো আশার আলো নেই। এত অনিশ্চয়তার মাঝেও গাজাবাসী রোজাকে বরণ করে নিয়েছে উৎসবের আমেজে। ছবি: এএফপি

ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৬০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিকও আছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, নিহতদের ২০ জনই খান ইউনিসের বাসিন্দা। খান ইউনিস ছাড়াও মধ্য ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আজ মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৬ জন। যাদের মধ্যে ৬ জনই শিশু।

আল-জাজিরার নিহত ওই সাংবাদিকের নাম হোসাম শাবাত। তিনি বাইত লাহিয়ায় সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় ইসরায়েলি বোমা হামলায় নিহত হন তিনি। আরও বেশ কয়েকজন ওই হামলায় আহত হয়েছে বলেও জানা গেছে।

আজ মঙ্গলবার গাজা উপত্যকায় এ নিয়ে দুজন সাংবাদিকের মৃত্যু হলো। এর আগে ইসরায়েলি হামলায় নিহত হন স্থানীয় সংবাদমাধ্যম প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মাদ মনসুর। খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ২০৮ গণমাধ্যমকর্মীর মৃত্যু হলো।

সংবাদকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। সংগঠনটির নির্বাহী প্রধান জোডি গিন্সবার্গ বলেন, ‘সংবাদকর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধ। এমন হামলার তীব্র নিন্দা জানাই।’ বিপরীতে ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত হওয়ার দায় হোয়াইট হাউস হামাসের কাঁধে দিয়েছে।

গতকাল সোমবার, গাজার আল-নাসের হাসপাতালেও বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামাস নেতা ইসমাইল বারহৌমকে হত্যা করতে হাসপাতালটিকে টার্গেট করে তারা।

এদিকে, ২১ দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি সংকট আর হামলার তীব্রতায় উপত্যকাজুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, সে তুলনায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর।

ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হাসপাতালে হামলা চালাচ্ছে—একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন ফিলিস্তিনিরা।

প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকা গাজায় পুনরায় বর্বরতা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি আগ্রাসনে এই এক সপ্তাহে প্রাণ গেছে ৭ শতাধিক ফিলিস্তিনির। ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা শুরুর পর গত ১৮ মাসের যুদ্ধে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ১৭ হাজারই শিশু।

স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে মক্কায় বাংলাদেশি গ্রেপ্তার

ঈদের আগেই গাজায় যুদ্ধবিরতি শুরুর তোড়জোড়, ভবিষ্যৎ অনিশ্চিত

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর মিছিলের মধ্যেই গাজায় চলছে ঈদ প্রস্তুতি

ঈদুল ফিতরের সময় যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি ছাড়তে পারে হামাস

রমজানে আবুধাবিতে ২৩৭ ভিক্ষুক গ্রেপ্তার

২৪ ঘণ্টায় গাজায় নিহত আরও ৪০, ত্রাণসংকট চরমে

গাজায় হামাসবিরোধী বিক্ষোভ কী বার্তা দিচ্ছে

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু

মিসরের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস-যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সাড়া নেই

গাজায় ইসরায়েলি হামলায় প্রতি ৪৫ মিনিটে নিহত ১ শিশু