আগামী রোববার (১১ জুলাই) থেকে সৌদি আরবে শুরু হবে জিলহজ মাস। সে হিসাবে দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত আগামী ২০ জুলাই।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (৯ জুলাই) দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।
দেশটির সুপ্রিম কোর্টের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জনায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই বুধবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব মুসলিমকে চাঁদ দেখার আহ্বান জানান। কেউ দেশের কোথাও খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছিল।