হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হজ সম্মেলনে ১৩–১৬ জানুয়ারি, যা থাকছে আয়োজনে

১৩–১৬ জানুয়ারি হজ সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরব। ছবি: এক্স

সৌদি আরবের জেদ্দায় ১৩ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত হজ সম্মেলন ও প্রদর্শনীর চতুর্থ আসর অনুষ্ঠিত হবে। এই আয়োজনটি সৌদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে। আরব নিউজ এ খবর দিয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৮৭টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, একাডেমিক, বিশেষজ্ঞ, কূটনীতিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হলো হাজিদের জন্য প্রদত্ত সেবার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং মক্কা ও মদিনায় হজ সম্পর্কিত কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রচার।

সম্মেলনে ১০০ জনের বেশি বক্তা, ৪৭টি প্যানেল আলোচনা এবং ৫০টি কর্মশালা থাকবে। এতে হজ সেবার মানোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে এবং হজ খাতে উদ্ভাবনী প্রকল্পগুলোকে সহায়তার উপায় খুঁজে বের করা হবে।

এছাড়া, জেদ্দায় ৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে ২৮০টি প্রদর্শক বিভিন্ন খাতের সর্বশেষ প্রযুক্তি, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রদর্শন করবে।

গত আসরের সম্মেলনে হজ সেবার উন্নয়নে ২০২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এতে ৮৭টি দেশের ১ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের এবং প্রতিষ্ঠানগুলোকে hajjconfex.com ওয়েবসাইটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন