অনলাইন ডেস্ক
ইরানের দক্ষিণ খোরসান প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত ও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ঘটা এ বিস্ফোরণের পর থেকে আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমটি জানায়, মদনজু কোম্পানির পরিচালনাধীন খনিটির দুটি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।
ইরান রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন।