সারা বিশ্বেই চলছে ফুটবল বিশ্বকাপের জোয়ার। এর বাইরে নয় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ইরানও। গতকাল মঙ্গলবার ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার খেলায় ইরানের হারে আনন্দ দেশটির সানন্দাজ শহরের রাজপথে নেমে এসেছিল ইরানি জনগণের একটি অংশ। নেচে গেছে উদ্যাপন করেছেন তাঁরা এই হার।
ইরানি সাংবাদিক মাসিহ আলিনেজাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক ভিডিও শেয়ার করেছেন এই বিষয়টি নিয়ে। ভিডিও থেকে দেখা গেছে, একদল ইরানি সানন্দাজ শহরের রাস্তায় নেমে গানের তালে তালে দল বেঁধে নাচছেন।
ভিডিওগুলো শেয়ার করে মাসিহ আলিনেজাদ লিখেছেন, ‘ইরান এমন একটি দেশ, যেখানে মানুষ ফুটবলের প্রতি খুবই আবেগপ্রবণ। এখন তারা সানন্দাজ শহরের রাস্তায় নেমেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ফুটবল দলের হারের উদ্যাপন করছে। তারা চায় না সরকার খেলাধুলাকে ব্যবহার করে তার খুনি শাসনব্যবস্থাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করুক।’
এর আগে, ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে বিধ্বস্ত অবস্থায় বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ইরান। ২৫ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ মুহূর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দেয় তারা। আর গতকাল যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় ইরানিরা।