হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অঞ্চলটিতে সামরিক উপস্থিতি ব্যাপক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন স্থানীয় সময় গতকাল শুক্রবার জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করবে। মূলত ইরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার কারণে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। 

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডে হামাস ও ইরানের অভিযোগের তির ইসরায়েলের দিকেই। তার ঠিক আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুক্‌রি নিহত হন। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরান, হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে। 

হানিয়া ও ফুয়াদ শুক্‌রিকে হত্যার পর আন্তর্জাতিক কূটনীতিকেরা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ যেন শুরু না হয় তা নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে লুফথানসা, ডেলটা, এয়ার ইন্ডিয়াসহ তেল আবিব বা বৈরুতগামী ফ্লাইট বাতিল করার জন্য প্রধান প্রধান এয়ারলাইনসগুলো পদক্ষেপ নিচ্ছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার মধ্যপ্রাচ্য ও ইউরোপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম মার্কিন নৌবাহিনীর অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার পাঠানোর অনুমোদন দিয়েছেন। একই দিনে তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রন পাঠানোর পরিকল্পনারও অনুমোদ দিয়েছেন। 

পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘লয়েড অস্টিন মার্কিন বাহিনীর সুরক্ষা উন্নত করতে, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সহযোগিতা বাড়ানোর জন্য এবং বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত তা নিশ্চিত করতে মার্কিন সেনা মোতায়েনের কৌশলগত অবস্থান পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।’ 

এর আগে, চলতি বছরের ১৩ এপ্রিল মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন জোরদার করেছিল। সে সময় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলে আক্রমণ শুরু করেছিল। তবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রের সহায়তায় প্রায় ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রায় সব কটিই ধ্বংস করে দেয়।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

সেকশন