হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সন্ত্রাসী হামলায় ৩ নিরাপত্তা কর্মকর্তা নিহত

ইরানে সন্ত্রাসী হামলায় থানার ডেপুটিসহ ৩ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ায় বিমান হামলায় সাত রেভল্যুশনারি গার্ডস নিহত হওয়ার দুই দিন পরেই এ সন্ত্রাসী হামলার ঘটন ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে বলা হয়। 

ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলের সিস্টান–বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, প্রদেশের রাস্ক ও চাবাহার শহরের সামরিক ঘাঁটিতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন। চাবাহার শহরের ১১ নম্বর থানায় এক হামলায়  ডেপুটি আব্বাস মীর শহীদ হন। বেশ কয়েকজন হামলাকারীও নিহত বা আহত হয়েছে। 

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি এর প্রতিবেদনে বলা হয়, ইরানের নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল–আদল এই হামলার দায় স্বীকার করেছে। ২০১২ সালে জিহাদি এই দলটি গঠিত হয়েছে। 

দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার ভবনে বিমান হামলায় রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যেই এ হামলা চালানো হলো।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘সন্ত্রাসীরা চাবাহার ও রাস্কে গার্ডের সদর দপ্তর দখলের লক্ষ্যে সফল হয়নি। সন্ত্রাসীরা এই সদর দপ্তরের চারপাশে অবস্থান করছে এবং অন্ধের মতো গুলি চালাচ্ছে। গার্ডের সাহসী সদস্যরা এবং পুলিশ তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করছে।’ 

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান–বালুচিস্তান প্রদেশে ইরানের সামরিক বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অসংখ্য ঘাঁটি রয়েছে। প্রদেশটিতে বছরের পর বছর ধরে মাদক চোরাচালানকারী, বেলুচি সংখ্যালঘু বিদ্রোহী এবং সুন্নি মুসলিম চরমপন্থীরা অস্থিরতা তৈরি করছে। 

গত ডিসেম্বরে রাস্কের পুলিশ সদর দপ্তরে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হন। গত জুলাইয়ে প্রদেশটির রাজধানী জাহেদানের একটি থানায় আরেক হামলায় দুই পুলিশ সদস্য ও চার হামলাকারী নিহত হয়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন