হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শিরিনকে হত্যা করতেই কি অভিযান চালিয়েছিল ইসরায়েলি সৈন্যরা

গত ১১ মে, সকাল সাড়ে ছয়টার আশপাশের সময়ে আল-জাজিরার ক্যামেরাম্যান মাজদি বানুরার ক্যামেরায় একটি ভিডিও ধরা পড়ে। সেখানে দেখা যায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যাচ্ছেন এক নারী সাংবাদিক। তিনি আর কেউ নয়, আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

ঘটনার আগে, সেদিন ভোরবেলায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে আসে একটি অভিযান পরিচালনা করতে। সংবাদ সংগ্রহের কাজে তাদের সঙ্গে ছিলেন একদল সাংবাদিকও। গায়ে ‘প্রেস’ লেখা নীল পোশাক, মাথায় হেলমেট। হঠাৎ আরবিতে শোনা গেল, ‘শিরিন’, ‘শিরিন’, ‘ওহ ম্যান, শিরিন! অ্যাম্বুলেন্স! মাজদি বানুরা তাঁর ভিডিও ক্যামেরা শব্দের উৎসের দিকে নিতেই দেখা যায়, মাটিতে পড়ে আছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

আল-জাজিরার ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিও বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সাংবাদিকদের লক্ষ্য করেই সেদিন গুলি করেছিল ইসরায়েলের সৈন্যরা। সিএনএনের অডিও ফরেনসিক বিশ্লেষক ও বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ বলছেন, টার্গেট করেই হত্যা করা হয়েছে শিরিনকে। ভিডিও থেকে দেখা যায়, শিরিনের মরদেহ যেখানে পড়ে ছিল সেই স্থানটি ইসরায়েলি স্নাইপারদের জন্য একটি সহজ টার্গেট ছিল। শিরিনকে গুলি করার আগে সেখানে কোনো সংঘর্ষ চলছিল না, তাঁর আশপাশের দূর পর্যন্ত কোনো অস্ত্রধারীকেও দেখা যায়নি। 

ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনি সাংবাদিক সাদা হানায়শা সিএনএনকে বলেছেন, ‘আমরা ইসরায়েলি সৈন্যদের সামরিক যানের সামনে অন্তত ৫ থেকে ১০ মিনিটের মতো সময় দাঁড়িয়ে ছিলাম। তাঁরপর আমরা দল বেঁধে সৈন্যদের দিকে এগিয়ে যাই। এটি সাংবাদিকদের একটি অভ্যাস বলতে পারেন—যাতে তাঁরা বুঝতে পারে আমরা সাংবাদিক।’

হানায়শা আরও বলেন, শিরিনকে যখন গুলি করা হয় তখন তিনি প্রথমে ঘটনা বুঝতে না পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। তিনি বলেন, ‘আমি গুলির শব্দ শুনতে পেয়েছি। কিন্তু আমি ভাবতেই পারিনি তাঁরা আমাদের দিকে গুলি ছুড়েছে।’ 

সালিম আওয়াদ (২৭) নামে জেনিনের এক ক্যাম্পের অধিবাসী ১৬ মিনিটের ও ভিডিওটি তাঁর মোবাইলে ধারণ করেছিলেন। সেই ভিডিওই পরে সিএনএন বিশ্লেষণ করে দেখে।

এদিকে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে—তাঁদের প্রাথমিক তদন্তে জানা যায়নি যে কোন সৈন্য গুলি করেছিল। 

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের