Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফাহে তীব্র লড়াই শেষের দিকে, বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

রাফাহে তীব্র লড়াই শেষের দিকে, বললেন নেতানিয়াহু

দক্ষিণ গাজার রাফাহে চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে, গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। এসব কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই লেবাননের সীমান্তে সেনা মোতায়েন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় ক্রমেই বাড়ছে।

হামাসের পরিবর্তে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের গাজার প্রশাসনে আসার ধারণাকেও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে—ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা চলমান সামরিক নিরস্ত্রীকরণ এবং একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি যে, এই অঞ্চলের কিছু দেশের সমর্থন নিয়ে প্রক্রিয়াটি সঠিক উপায়ে এগিয়ে নেওয়া যাবে।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি কী কী করতে প্রস্তুত নই সে ব্যাপারে বলব। আমি সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তরেও প্রস্তুত নই।’

রাফাহ শহরের বাসিন্দারা বলেছেন যে, শহরটিতে আরও সংঘাতের ঘটনা ঘটছে। এদিকে, গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার পরিচালক নিহত হয়েছেন বলে জানা গেছে।

একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। আইডিএফ বলছে, ত্রাণ কেন্দ্রটি হামাস ব্যবহার করত।

গাজার যুদ্ধ এবং লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফর শুরু করছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইরানি প্রতিবাদকারীর আত্মহত্যা

সিরিয়ায় নতুন করে কী ঘটেছে এবং কেন

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন