হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাশারের স্ত্রী আসমা আল-আসাদের বেঁচে থাকার সম্ভাবনা অর্ধেক

বাশার আল-আসাদ ও তাঁর স্ত্রী আসমা আল-আসাদ। ছবি: এএফপি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ লিউকেমিয়ায় (রক্ত ক্যানসার) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ। চিকিৎসকে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বলে জানিয়েছেন।

ব্রিটেনে জন্ম নেওয়া আসমা আল-আসাদ বর্তমানে মস্কোতে বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণ এড়াতে তাঁকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছে। তাঁর বাবা লন্ডনপ্রবাসী কার্ডিওলজিস্ট ফাওয়াজ আকরাস মস্কোতে তাঁর সঙ্গে রয়েছেন। তবে তিনি মেয়ের অবস্থায় ভীষণভাবে মর্মাহত বলে জানিয়েছে পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র।

গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, আসমা আল-আসাদ একিউট মাইলোইড লিউকেমিয়াতে আক্রান্ত। এর আগে, ২০১৯ সালে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছিলেন আসমা আল-আসাদ।

৪৯ বছর বয়সী আসমা চিকিৎসার জন্য সম্প্রতি মস্কোতে যান। তবে সেখানে তিনি কোন দিক থেকেই শান্তিতে নেই। তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আসাদ পরিবার কিংবা ক্রেমলিন এসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেনি।

পারিবারিক সূত্র মতে, আসমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একজন পারিবারিক প্রতিনিধির বরাতে বলা হয়েছে, ‘আসমা মৃত্যুর মুখোমুখি। সংক্রমণ ঠেকাতে তিনি কারও সঙ্গেই থাকতে পারছেন না।’

আসমা আল-আসাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা নেন। এরপর বর্তমানে মস্কোতে এসেছেন। তাঁর বাবাও দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তাঁর সেবা করে যাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে আসমার শারীরিক অবস্থা এবং আসাদ পরিবারের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল ও উদ্বেগ ক্রমশ বাড়ছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন