Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবানন যেন গাজা না হয়, আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আজকের পত্রিকা ডেস্ক

লেবানন যেন গাজা না হয়, আহ্বান ইরানের প্রেসিডেন্টের

লেবাননকে আরেক গাজায় পরিণত হওয়ার সুযোগ না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি। 

গত সোমবার থেকে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়ে নারী, শিশুসহ অন্তত ৫৫৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৮৩৫ জন। প্রায় দুই দশকের মধ্যে দেশটিতে এটিই এত কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। সিএনএনের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট বলেন, লেবাননের হিজবুল্লাহর পক্ষে একা এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘হিজবুল্লাহ এমন একটি দেশের বিরুদ্ধে একা দাঁড়াতে পারবে না, যার রক্ষাকবচ হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।’ উদ্ভূত পরিস্থিতিতে সংযমের আহ্বান জানাতে ইরান হিজবুল্লাহর সঙ্গে তার প্রভাব ব্যবহার করবে কি? এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়ার সুযোগ করে না দেওয়ার’ আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। 

নিউইয়র্কে গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে ন্যামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি বলেন, ‘ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়; বরং দখলদার এ শক্তির বিরুদ্ধে চূড়ান্ত ও ত্বরিত ব্যবস্থা নেওয়া জরুরি।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যে ভয়াবহ বর্বরতা চালাচ্ছে, তা তাদের পদ্ধতিগত ও ইচ্ছাকৃত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা। এসব অপরাধযজ্ঞ ও হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনের চরম লঙ্ঘন। এসবের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের দখলদার সরকার মানবতা ও মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মুহূর্তের নীরবতার অর্থ হচ্ছে, নিরপরাধ ফিলিস্তিনিদের আরও বেশি হত্যা করার সুযোগ করে দেওয়া।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রের সম্পর্ক ও সার্বভৌমত্ব নিয়ন্ত্রণকারী আইনের প্রতি বিবেচনা না করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। আমিরাতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুদ্ধ বন্ধের জন্য সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রিয়াদ এই অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার বিপদ সম্পর্কে আবারও সতর্ক করছে।’ সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর পাশাপাশি পুরো অঞ্চলের সাধারণ মানুষকে যুদ্ধের বিপদ থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে। লেবাননের স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশটির সার্বভৌমত্বকে সম্মান করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে রিয়াদ।

হামলার নিন্দা জানিয়েছে মিসরও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লেবানন এবং এর জনগণের সঙ্গে ‘নিবিড় সংহতি’ প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লেবানন ও গাজায় ইসরায়েলি আগ্রাসন এই অঞ্চলকে একটি বৃহত্তর সংঘাতে নিমজ্জিত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। 

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে