Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজযাত্রীদের নিরাপত্তার সব প্রস্তুতি শেষ: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক

হজযাত্রীদের নিরাপত্তার সব প্রস্তুতি শেষ: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মুসলমানদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর বাকি মাত্র দুই দিন। ইতিমধ্যে হজে নিরাপত্তা, ট্রাফিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হজ নিরাপত্তা বাহিনী।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার ইউনিফাইড সিকিউরিটি অপারেশন সেন্টারে ব্রিফিং করেছেন পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এবং হজ সিকিউরিটি কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি। তিনি বলেন, হজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে নিরাপত্তা জোরদার থাকবে। যেকোনো সমস্যায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিরাপত্তায় দায়িত্বরতরা বদ্ধপরিকর।

মোহাম্মদ আল-বাসামি বলেন, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হজযাত্রীদের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কোনো নেতিবাচক ঘটনায়ও দৃষ্টি থাকবে। গ্র্যান্ড মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানে হজযাত্রীদের সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মক্কার প্রবেশদ্বার, পবিত্র স্থানে যাওয়ার রাস্তাগুলোতে সুরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে।

প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেছেন, তার কর্মীরা মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত। রাজ্যের অতিথিদের সুরক্ষার জন্য, হজ প্রবিধান লঙ্ঘন রোধ করা, অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করা, ভিড়ের চলাচল পরিচালনার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, আরবি চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাসের ৮ তারিখ শুরু হয় হজ, শেষ হয় ১০ তারিখ ঈদুল আজহার পশু কোরবানির মধ্যে দিয়ে। চলতি বছর সৌদিতে ২৮ জুন হবে ঈদুল আজহা, সেই অনুযায়ী ২৬ জুন থেকে ‍শুরু হবে হজ।

দৈনিক চাকরি ছাড়ছে ৫৫ জন, গৃহকর্মী সংকটে কুয়েত

দুবাইয়ে পুলিশকে গালাগালি, নারীর কারাদণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

সৌদি আরবে অসুস্থ না হয়েও ‘সিক লিভ’ নিলে জেল-জরিমানা

হামাসকে নিরস্ত্র হয়ে গাজা ছাড়তেই হবে: ট্রাম্পের দূত

সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি আল-শারার, কুর্দি বিদ্রোহীদের একীভূত করল সিরিয়া

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইরানি প্রতিবাদকারীর আত্মহত্যা

সিরিয়ায় নতুন করে কী ঘটেছে এবং কেন

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা