Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় লেবাননের সেনা নিহত, বিদ্যুৎহীন দুই শহর

অনলাইন ডেস্ক

ইসরায়েলি হামলায় লেবাননের সেনা নিহত, বিদ্যুৎহীন দুই শহর

লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা-সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো লেবাননের সেনা নিহত হলেন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী লেবাননের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। 

লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এনএনএ জানিয়েছে, লেবাননের টায়ার জেলার শিহিন আল-জুবিনসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের আশপাশের এলাকায় ইসরায়েল গোলা হামলা চালিয়েছে। 
 
লেবাননের ওই সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আইতা আল-শাব শহরের উপকণ্ঠে আঘাত হানে এবং আলমা আল-শাব ও মারওয়াহিন শহরে বোমা নিক্ষেপ করে। এ ছাড়া নাকোরার পূর্বে লাবুনা এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে 

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার বলেছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে চারটি ইসরায়েলি সামরিক অবস্থান ও সৈন্য সমাবেশ লক্ষ্যে করে হামলা চালিয়েছে এবং এসব হামলায় হতাহত হয়েছে বলেও দাবি করেছে। 

অন্যদিকে, ইসরায়েলি হামলায় লেবাননের দুটি শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহর দুটি হলো দায়ের এল-মিমাস ও কারফ কিলা। ইসরায়েলি বিমান হামলায় বিদ্যুৎ সরবরাহকারী সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে শহর দুটি অন্ধকারে পতিত হয়।

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ