হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের নির্দেশের পরও গাজার উত্তর অংশ ছেড়ে যায়নি প্রায় ৪ লাখ মানুষ

স্থল অভিযানকে সামনে রেখে গাজার উত্তর অংশে বসবাস করা প্রায় ১১ লাখ মানুষকে দক্ষিণ অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এ অবস্থায় উপত্যকার উত্তর অংশ থেকে দক্ষিণে বিপুলসংখ্যক ফিলিস্তিনি সরে যায়। তারপরও গাজার উত্তর অংশে তিন থেকে চার লাখ মানুষ রয়ে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস। 

আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে লিন হেস্টিংস এই তথ্য দেন। তিনি আরও জানান, গাজা উপত্যকায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ বসবাস করছে; যা কি-না সামর্থ্যের তুলনায় আড়াই গুন বেশি। 

গাজার বসবাস অঞ্চলগুলোর অর্ধেক বাড়ি-ঘরই ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে লিন জানান, আজ শুক্রবার উপত্যকায় সাহায্য পণ্য নিয়ে মাত্র ৮টি ট্রাক প্রবেশ করেছে। এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ সংঘাত শুরু হওয়ার একদিন আগেও সেখানে সাড়ে চার শ ট্রাক প্রবেশ করেছিল। এ অবস্থায় গাজায় অবস্থান করা ফিলিস্তিনিরা খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে রয়েছে। 

লিন বলেন, ‘যেখানেই মানুষ সীমাহীন প্রয়োজন নিয়ে বসবাস করছে সেখানেই আমাদের সাহায্য পৌঁছে দিতে হবে।’ 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে—গাজায় বিধ্বস্ত হওয়া বাড়ি-ঘরের ধ্বংসাবশেষের নিচে অন্তত ১ হাজার মরদেহ চাপা পড়ে আছে। গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষদের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও জানানো হয়েছে। 

এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন