হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পরদিনই ইরান সফরে হামাস নেতা হানিয়েহ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরদিনই ইরান সফরে যাচ্ছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ। আজ মঙ্গলবার ইরানের কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রায় ছয় মাস ধরে চলমান ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হামাসকে সমর্থন জানিয়ে আসছে ইরান। এ যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এটি হানিয়েহর দ্বিতীয় ইরান সফর। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সোমবারের প্রস্তাব পাসকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘প্রস্তাবের বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ।’ 

হামাস জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানালেও বলেছে, যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের হাতে আটক সব জিম্মির মুক্তির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায়, মিত্র ইসরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন