হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সংক্রমণ বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, আক্রান্ত হচ্ছেন ভ্যাকসিন গ্রহণকারীরাও

ঢাকা: ইসরায়েলে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। নতুন করোনা রোগীদের মধ্যে বেশির ভাগই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরই মধ্যে ঘরে মাস্ক পরার বিধি পুনরায় চালু করেছে ইসরায়েল সরকার। যদিও ১০ দিন আগে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল। দেশটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ইসরায়েলে এই মাসের শুরুতে সংক্রমণের হার শূন্যের কোঠায় নেমে আসে। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে একশর বেশি রোগী শনাক্ত করা হচ্ছে। করোনা মহামারি নিয়ন্ত্রণে সবচেয়ে সফল দেশ ছিল ইসরায়েল। দেশটির ৯৩ লাখ মানুষের অর্ধেকই ভ্যাকসিনের আংশিক অথবা সম্পূর্ণ ডোজ পেয়েছেন। 

 ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক চেজি লেভি জানান, টিকার পূর্ণাঙ্গ ডোজ নেওয়া মানুষেরা ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদের কোয়ারেন্টাইনে  রাখা হবে। আক্রান্তের সংখ্যা এখনো কম হলেও টিকা নেওয়া মানুষের দেহেও সংক্রমণ ছড়াচ্ছে। আমরা এখনো পরীক্ষা করছি টিকা নেওয়া কতজন মানুষ আক্রান্ত হয়েছেন। 

গত বৃহস্পতিবার ইসরায়েলের করোনা টাস্ক ফোর্সের প্রধান নাচম্যান অ্যাশ বলেন, কয়েক দিন ধরে দৈনিক সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে হয়তো দেশের দু’দুটি শহরে সংক্রমণ বেশি হচ্ছিল। এখন আক্রান্ত শহরের সংখ্যাও বেড়েছে। খুবই উদ্বেগের। 
 
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত-ও। গত মঙ্গলবার তিনি সরকারি ভাবে ঘোষণা করেছেন, দেশে সংক্রমণ বাড়ছে। নতুন করে যে ফের সংখ্যাটা বাড়ছে, তা জানিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। 
 
ইসরায়েলে এ পর্যন্ত করোনায় ৬ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।  
 

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন