হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলা, ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরের গাজায় রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের অস্ত্র তৈরির কারখানা ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় ইসরায়েলে একটি রকেট ভূপাতিত হয়। উন্মুক্ত স্থান হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মূলত এই রকেট হামলার জবাবেই গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে পশ্চিম তীরের গাজা উপত্যকা। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে ১০ ফিলিস্তিনির। সবশেষ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আম্মার মিফতাহ নামের ২৩ বছর বয়সী এক যুবক। ওই যুবককে গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আম্মার মিফতাহকে হত্যার নিন্দা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীরে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে।’ 

জোসেপ বোরেল বলেন, ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে সবশেষ আম্মার মিফতাহ নিহতের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এসবের পূর্ণ জবাবদিহি থাকতে হবে।’

চলতি বছর এ পর্যন্ত গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

সেকশন