হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে দুরভিসন্ধি ছাড়তে হবে: এরদোয়ান 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার যে নীতি নিয়েছে, সেই দুরভিসন্ধি ছাড়তে হবে তাদের। গতকাল রোববার জার্মানি থেকে দেশে ফেরার পথে ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অমানবিক হামলা বন্ধের আহ্বান জানিয়ে তুরস্কের এরদোয়ান বলেন, ‘মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করে গাজায় অব্যাহতভাবে গণহত্যা চালানোর ওপর জোর দিয়ে আসছে ইসরায়েল। তাদের উচিত এই গণহত্যা বন্ধ করা। তারা (ইসরায়েলের নেতারা) লেবাননকেও হুমকি দিচ্ছে। ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর দুরভিসন্ধি ত্যাগ করতে হবে।’ 

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্ক ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন এরদোয়ান। এ সময় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন তিনি। 

প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলে আঙ্কারাও একই পথে হাঁটবে।’ তিনি বলেন, ‘আমরা আসাদকে আমন্ত্রণ জানাব। তুর্কি-সিরিয়া সম্পর্ককে আমরা আগের জায়গায় নিয়ে যেতে চাই।’ 

ইরান ইস্যুতে আলাপকালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ধারায় অগ্রসর হবে।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন