হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, আহত ৭

গাজার আল-রশিদ স্ট্রিটের একটি অংশে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এরপর সেখানকার একটি গাড়িতে আগুন ধরে যায়। ছবি: আনাদোলু

গাজায় চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল রোববার অন্তত দুটি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব হামলায় ১ শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকলেও তা উপেক্ষা করে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি হামলায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন গাজার কেন্দ্রীয় অংশে নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ রোডে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। সূত্র জানিয়েছে, এই হামলায় ৫ জন আহত হয়েছে। এখানে আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া অপর এক হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে অবস্থিত আল-ফারাহিন এলাকায় একটি বুলডোজারের ওপর ইসরায়েলি ড্রোন হামরা চালালে ওই দুজন আহত হন। এই হামলাগুলোর কয়েক ঘণ্টা আগে, আরেকটি ইসরায়েলি ড্রোন একই সড়কের পাশে চলন্ত একটি গাড়ির কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই সড়ক ব্যবহার নিজ এলাকায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেবল তাই নয়, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এবং দক্ষিণ গাজার রাফার পূর্বদিকে ফিলিস্তিনি বাড়িঘর লক্ষ্য করেও গুলিবর্ষণ করেছে।

এদিকে, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও আজ সোমবার হাজারো ফিলিস্তিনি প্রথমবারের মতো উত্তর গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে। যার লক্ষ্য হলো—একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা।

এই চুক্তির অধীনে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো ১৮ জন বন্দীকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ২০২৩ সালের ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৪৭ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এই যুদ্ধ গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত করেছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইসরায়েল গাজায় পরিচালিত এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন