হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিন নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ 

ইসরায়েলি হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে তাঁকে হত্যা করার কথা জানিয়েছিল ইসরায়েল। এবার হিজবুল্লাহর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হলো।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ গতকাল বুধবার এক বিবৃতিতে সাফিউদ্দিনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে সাফিউদ্দিনকে ‘মহান নেতা’ ও ‘মহান শহীদ’ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, সাফিউদ্দিন ‘সম্মানজনক জীবন’ কাটিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকও প্রকাশ করেছে হিজবুল্লাহ।

এর আগে গত মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে সপ্তাহ তিনেক আগে বিমান হামলা চালিয়ে তারা সাফিউদ্দিনকে হত্যা করে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, সাফিউদ্দিন অনেক বছর ধরে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ হামলা চালিয়ে আসছিলেন। তিনি হিজবুল্লাহর কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ ছিলেন। 

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিউদ্দিনকে বিবেচনা করা হচ্ছিল। ৪ অক্টোবর বৈরুতের বিমানবন্দরের পাশে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর হিজবুল্লাহর কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, সাফিউদ্দিনের সঙ্গে তাঁরা যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন। এখন সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলো। 

উল্লেখ্য, ২০১৭ সালে হাশেম সাফিউদ্দিনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। 

এদিকে, হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী—লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং একটি সৈন্য বহনকারী গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলা করার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন