হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৮০০ ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার ইঙ্গিত ইসরায়েলের

হামাসের হাতে জিম্মি ৪০ ইসরায়েলির বিপরীতে ৭০০-৮০০ জিম্মিকে মুক্তির ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। এই অবস্থায় হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর সম্ভাবনা দেখছে ইসরায়েলিরা। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিয়ম ও যুদ্ধবিরতির বিষয়ে সুর নরম করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলি আলোচকেরা কাতারে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। তাঁরা ফেরার পরই ইসরায়েল সরকারের কর্মকর্তারা এই ইঙ্গিত দিলেন। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ৫০ / ৫০।’ আর এই চুক্তির ক্ষেত্রে তাঁরা সম্ভাব্য কী পরিমাণ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে সে বিষয়েও অবস্থান ব্যক্ত করেছেন। 

অপর এক ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কাতারে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়েছে। তবে ওই প্রস্তাবে কী আছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ওই কর্মকর্তা। 

ওই কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এর আগে যে পরিমাণ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে তাদের দ্বিগুণ বন্দী—সেই হিসাবে এবার ৮০০ এর কাছাকাছি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে—এবার মুক্তি দেওয়া হবে ৪০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে। এই বিনিময় ঘটবে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম ধাপে। 

তবে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বর্তমানে ৮০০-এর কাছাকাছি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে। তবে জেরুসালেম পোস্টসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৭০০ থেকে ৮০০ এর কাছাকাছি ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন