Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারসহ নিহত ১৬ 

অনলাইন ডেস্ক

বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারসহ নিহত ১৬ 

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম আকিল। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৬ জন। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর যুদ্ধবিমান স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলের দিকে বৈরুতের উপকণ্ঠের ওই শহরতলিতে হামলা চালায়। এতেই নিহত হন ইব্রাহিম আকিল। হিজবুল্লাহও তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই হামলার ফলে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বেড়ে গেল। 

ইসরায়েল দাবি করেছে, তারা ইব্রাহিম আকিলের অবস্থান নিশ্চিত হয়েই হামলা চালিয়েছে। ইব্রাহিম আকিল হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারদের একজন। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে আরব নিউজকে জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইব্রাহিম আকিল ছাড়াও হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান’ ইউনিটের বেশ কয়েকজন সদস্য মারা গেছেন। 

সূত্রটি জানিয়েছে, হামলার আগে আল-জামাউস এলাকায়র অবস্থিত একটি ১০ তলা ভবনে ইব্রাহিম আকিল ও রাদওয়ান ইউনিটের অন্যরা বৈঠক করছিলেন। ঠিক সে সময়ই হামলা হয়। সূত্র জানিয়েছে, এই হামলায় মোট ১৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। এ ছাড়া, হামলার পর অনেকেই নিখোঁজ রয়েছে। 

আরব নিউজ আরও কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভবনটির আন্ডারগ্রাউন্ডে বৈঠক করছিলেন আকিল ও তাঁর সহযোগীরা। ইসরায়েলি হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকারীরা বৈঠকস্থলে যেতে পারছেন না। ফলে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। 

ইসরায়েলি গণমাধ্যমগুলো আকিলকে হিজবুল্লাহর অন্যতম প্রখ্যাত যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছে বলেছে, তাঁর নির্দেশেই দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছিল গোষ্ঠীটি। এর আগে, ১৯৮৩ সালে ইব্রাহিম আকিল লেবাননের বৈরুতে মার্কিন মেরিন সেনাদের একটি ব্যারাক ও মার্কিন দূতাবাসে বোমা হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইব্রাহিম আকিলকে দায়ী করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করে এবং ঘোষণা দেয়, কেউ তাঁকে ধরিয়ে দিতে পারলে তাঁকে ৭০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ