Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনকে ভূপাতিত করল হুথিরা

অনলাইন ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনকে ভূপাতিত করল হুথিরা

গাজায় হামাস-ইসরায়েলের তুমুল যুদ্ধের মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি মার্কিন সামরিক ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তা এবং ইরান-সমন্বিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথি বাহিনী ইয়েমেনের উপকূলে একটি এমকিউ৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। হুথি সামরিক বাহিনীর একজন মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মাসে ইসরায়েলের দিকে ছোড়া হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোনকে বাধা দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।

ইসরায়েল-গাজা যুদ্ধকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরি, মেরিন এবং সাহায্যকারী জাহাজসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে স্থানান্তরিত করেছে। এ ছাড়া ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে অবস্থিত লোহিত সাগরে সামরিক জাহাজে সেনাও মোতায়েন করেছে এই বিশ্ব পরাশক্তি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান সমর্থিত এবং ২০১৪ সাল থেকে দেশটির সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে লিপ্ত। ইয়েমেন সরকারের সমর্থক আবার মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। তবে বর্তমানে তারা দেশটির সরকারের সমকক্ষ হয়ে উঠেছে। 

এই অঞ্চলে ইরান-সমর্থিত আরেকটি গ্রুপ লেবাননের হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি লিডার এই সপ্তাহে বিবিসিকে বলেছেন, গাজায় ইসরায়েলের বেসামরিক হত্যার ফলে যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

শেখ নাইম কাসেম বলেছিলেন, ‘অত্যন্ত গুরুতর এবং খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই অঞ্চলে এবং কেউ তা থামাতে পারবে না।’

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল বুধবারও বলেছে, এটি পূর্ব সিরিয়ার একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং সহযোগী গোষ্ঠীগুলো ব্যবহার করত। 

পেন্টাগনের একজন কর্মকর্তা বলেছেন, এটি সাম্প্রতিক সপ্তাহে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলার দ্বিতীয় জবাব।  

মার্কিন প্রতিরক্ষামূলক প্রচেষ্টার বিষয়ে সাংবাদিকদের ডেপুটি পেন্টাগন প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘যদিও হামলা-আক্রমণ বাড়ছে, তবে আমাদের উদ্দেশ্য হলো এই সংঘাত যেন ইসরায়েলের বাইরেও বিস্তৃত না হয় তা নিশ্চিত করা।’

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলায় সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর নয়জন নিহত হয়েছেন। তবে এ পরিসংখ্যান—যা যাচাই করা যায়নি।

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার